দেশজুড়ে

বগুড়ায় প্রতিমা বিসর্জনের সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

বগুড়ার শেরপুরে প্রতিমা বিসর্জনের প্রস্তুতির সময় বিদ্যুতের তারে জড়িয়ে জগন্নাথ কর্মকার ওরফে রুপম (৩৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বুধবার (৫ অক্টোবর) বিকেল ৫টার দিকে শহরের পৌর শিশুপার্ক এলাকার পূবালী সংঘ পূজামণ্ডপে এ দুর্ঘটনা ঘটে।

জগন্নাথ কর্মকার পৌর এলাকার উত্তর শাহ পাড়ার রঘুনাথ কর্মকারের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, বিসর্জনের জন্য শেরপুর পৌর শিশুপার্ক এলাকার ওই পূজামণ্ডপ থেকে প্রতিমা ভ্যানে তোলা হচ্ছিল। এ সময় বিদ্যুতের তারে জড়িয়ে যান জগন্নাথ কর্মকার ওরফে রুপম। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করেন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে শেরপুর টাউন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ছাম্মাক হোসেন বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এসআর/জিকেএস