বিনোদন

মেলায় হাসান মাসুদের উপন্যাস

অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদের উপন্যাস ‘একজন কনকের কথা’। অভিনেতার প্রথম উপন্যাস এটি। বইটি প্রকাশ করেছে শব্দশিল্প প্রকাশনী। মেলার ৪৯২-৪৯৩ নম্বর স্টলে পাওয়া যাচ্ছে বইটি। হাসান মাসুদ বইটি তার মা লাইলা মাসুদকে উৎসর্গ করেছেন।উপন্যাস সম্পর্কে হাসান মাসুদ বলেন, ‌‌‘আমি অভিনয়ের মানুষ তাই আমার উপন্যাসের গল্পও শোবিজ নিয়ে। এর প্রধান চরিত্র কনক বাংলা চলচ্চিত্রের নায়িকা। এই নায়িকার জীবনকে ঘিরে মিডিয়ার চারপাশের গল্প নিয়েই এগিয়েছে উপন্যাসের কাহিনী।’অভিনেতা হাসান মাসুদ তার চারপাশে দেখা গল্পকেই উপন্যাসে রূপ দিয়েছেন। রয়েছে একটা হত্যার কাহিনী ও তাকে নিয়ে তদন্তের ঘটনা।১৯৬২ সালের ১৬ ডিসেম্বর পটুয়াখালির বাওফলে হাসান মাসুদের জন্ম। এক সময় সরকারি চাকরি করেছেন। পরে দীর্ঘদিন সাংবাদিকতা করেছেন। বর্তমানে একটি ব্যবসা প্রতিষ্ঠানের উচ্চ পদে কর্মরত আছেন এই অভিনেতা। সেইসঙ্গে নিয়মিত অভিনয় তো চলছেই।এলএ