সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সড়ক দুর্ঘটনায় সিনিয়র সাংবাদিক এবং আন্তর্জাতিক বিষয়াদি বিশ্লেষক জগলুল আহমেদ চৌধুরী’র মৃত্যুর ঘটনার তদন্তে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পরিচালক ও যুগ্ম-সচিব মশিউর রহমানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটিকে তিন কর্মদিবসের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে।কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, ডিএমপি ট্রাফিক বিভাগের (পশ্চিম) উপ-কমিশনার ইমতিয়াজ আহমেদ, ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের নগর পরিকল্পনাবিদ নাহমাদুল হাসান এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ট্রাফিক নিয়ন্ত্রণ কর্মকর্তা খন্দকার মাহবুবুর রহমান।সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের রোববার রাজধানীর মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ এবং লিও ক্লাব এন্ড ক্যামব্রিয়ান ফ্রেন্ডস আয়োজিত সড়ক দুর্ঘটনা রোধ ও ট্রাফিক আইন মেনে চলতে জনসচেতনতা তৈরির কার্যক্রম উদ্বোধনকালে এ কথা বলেন।মন্ত্রী এ সময় বিশিষ্ট সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরীর মৃত্যুকে দেশের জন্য অপূরণীয় ক্ষতি উল্লেখ করে বলেন, এ ক্ষতি কখনও পূরণ হবে না।তিনি এ মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। -বাসস