রাঙ্গামাটির কাপ্তাই বন বিভাগ বিশেষ অভিযান চালিয়ে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড প্রজেক্ট এলাকা থেকে ৭টি কালিম পাখি উদ্ধার করেছে। শুক্রবার (৭ অক্টোবর) বিকেলে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের নির্দেশে এক বাসা থেকে পাখিগুলো উদ্ধার করা হয়।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী বনসংরক্ষক মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। এসময় জেটিঘাট স্টেশন কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন ও কাপ্তাই পাল্পউড বন বিভাগের বনকর্মী মো. হাসান সঙ্গে ছিলেন। অভিযানে প্রজেক্ট এলাকার এক বাসা থেকে এসব পাখি উদ্ধার করা হয়।
বনকর্মী হাসান জানান, ঢাকা বন্যপ্রাণী অপরাধ দমন ইন্সপেক্টর অসিম মল্লিক ও আব্দুল আল সাদিক মুঠোফোনে পাখি লালন-পালনের বিষয়টি জানান। পরে কর্ণফুলী রেঞ্জের সহযোগিতায় তারা ৩টি কালিম পাখি ও ৪টি ছানা উদ্ধার করেন।
তিনি বলেন, উদ্ধার হওয়া পাখিগুলো বিকেলেই রাঙ্গুনিয়া শেখ রাসেল এভিয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাসুম কবিরের কাছে হস্তান্তর করা হয়।
সাইফুল উদ্দীন/কেএসআর