দেশজুড়ে

ফরিদপুরে ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যা

ফরিদপুরের নগরকান্দায় ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যার অভিযোগ উঠেছে ইউনুস মোল্যা নামের এক যুবকের বিরুদ্ধে। শুক্রবার (৭ অক্টোবর) দিনগত রাতে উপজেলার লস্করদিয়া ইউনিয়নের সাবার গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতের নাম রহিমা বেগম। তিনি ওই গ্রামের ইদ্রিস মাতুব্বরের স্ত্রী।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গভীর রাতে রহিমা বেগম প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে বের হন। এসময় পূর্ব থেকে ওৎ পেতে থাকা ইউনুস মোল্যা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তার চিৎকারে শুনে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়। তবে কী কারণে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি জানা যায়নি।

এ বিষয়ে নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিল হোসেন জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/আরএইচ/এমএস