ভৈরবে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় একজন নিহত হয়েছেন। শনিবার (৮ অক্টোবর) বেলা ১১ টার দিকে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা সোনার বাংলা এক্সপ্রেস ট্রেন ভৈরবে রেল স্টেশন এলাকায় পৌঁছালে সেখানে কাটা পড়ে একজন নিহত হন। পরে স্থানীয়রা খবর দিলে পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহতের পরিচয় শনাক্ত হয়নি। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুল হোসেন জানান, ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় একজন নিহত হয়েছেন। পরিচয় শনাক্তের কাজ চলছে।
রাজীবুল হাসান/আরএইচ/এমএস