দেশজুড়ে

বই না পেয়ে স্কুল শিক্ষার্থীর আত্মহত্যা

গাইড বই আর ভালো কাপড় না পাওয়ায় মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মৌসুমি আক্তার। মঙ্গলবার বিকেলে নীলফামারীর ডিমলায় ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামে এ ঘটনা ঘটে। মৌসুমি আক্তার শালতলা দাখিল মাদ্রাসার ছাত্রী। মঙ্গলবার সকালে মৌসুমি মা তারা বানুর কাছে গাইড বই ও নতুন কাপড়ের জন্য বায়না ধরে। হাতে এখন টাকা নেই বলে চলে যান তারা বানু। বিকেলে ফিরে এসে দেখেন মৌসুমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় মৌসুমির ভাই রফিকুল ইসলাম ডিমলা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট করে দেয়া গাইড বই না কিনে দেয়ায় মৌসুমি আত্মহত্যা করেছে।ডিমলা থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) ইমাদ উদ্দিন মোহাম্মদ ফারুক ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেন জাগো নিউজকে জানান, সরকার গাইড বই নিষিদ্ধ করেছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের গাইড বই বাধ্যতামূলক করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।জাহেদুল ইসলাম/ এফএ/এআরএ/এবিএস