গাইড বই আর ভালো কাপড় না পাওয়ায় মায়ের উপর অভিমান করে আত্মহত্যা করেছে ষষ্ঠ শ্রেণির ছাত্রী মৌসুমি আক্তার। মঙ্গলবার বিকেলে নীলফামারীর ডিমলায় ঝুনাগাছ চাপানি ইউনিয়নের দক্ষিণ সোনাখুলি গ্রামে এ ঘটনা ঘটে। মৌসুমি আক্তার শালতলা দাখিল মাদ্রাসার ছাত্রী। মঙ্গলবার সকালে মৌসুমি মা তারা বানুর কাছে গাইড বই ও নতুন কাপড়ের জন্য বায়না ধরে। হাতে এখন টাকা নেই বলে চলে যান তারা বানু। বিকেলে ফিরে এসে দেখেন মৌসুমি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় মৌসুমির ভাই রফিকুল ইসলাম ডিমলা থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছেন। তিনি জানান, শিক্ষা প্রতিষ্ঠানের নির্দিষ্ট করে দেয়া গাইড বই না কিনে দেয়ায় মৌসুমি আত্মহত্যা করেছে।ডিমলা থানা পুলিশের উপ-পরির্দশক (এসআই) ইমাদ উদ্দিন মোহাম্মদ ফারুক ফিরোজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ব্যাপারে নীলফামারীর জেলা প্রশাসক জাকীর হোসেন জাগো নিউজকে জানান, সরকার গাইড বই নিষিদ্ধ করেছে। কোনো শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের গাইড বই বাধ্যতামূলক করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।জাহেদুল ইসলাম/ এফএ/এআরএ/এবিএস