দেশজুড়ে

ডোবায় ডুবে দুই বছরের শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডোবায় ডুবে স্মৃতি নামের দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

শিশু স্মৃতি ওই গ্রামের হাবিব আলীর মেয়ে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১টার দিকে বাড়ির পাশে খেলছিল স্মৃতি। একপর্যায়ে পাশে টিওবয়েলের পানি জমে থাকা একটি ডোবায় পড়ে যায় শিশুটি। অনেকক্ষণ তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। একপর্যায়ে ডোবায় শিশুটির মরদেহ ভাসতে দেখা যায়।

শ্যামপুর ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম পানিতে ডুবে শিশু মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

সোহান মাহমুদ/এসআর/জেআইএম