দেশজুড়ে

বলেশ্বর নদীতে হয়ে গেলো ঐতিহ্যবাহী নৌকাবাইচ

গ্রাম বাংলার জনপ্রিয় অনেক খেলা হারিয়ে গেলেও এক সময়ের বিনোদনের অন্যতম মাধ্যম নৌকাবাইচ এখনো টিকিয়ে রেখেছে সেই পুরানো ঐতিহ্যকে। বর্তমান পরিবেশে কিছুটা ভাটা পড়লেও ঐতিহ্যবাহী এ খেলা যুগ যুগ ধরে হয়ে আসছে দেশের বিভিন্ন নদীকেন্দ্রীক এলাকায়।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে এমনই এক নৌকাবাইচ প্রতিযোগিতা হয়ে গেলো পিরোজপুরের নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা বাজার সংলগ্ন বলেশ্বর নদীতে। এ সময় নদীর দুই পাশে হাজারো মানুষের ঢল নামে।

প্রতিযোগিতায় ছোট বড় মিলিয়ে আটটি নৌকা অংশ নেয়। দুপুরে শুরু হয়ে বাইচ চলে বিকেল পর্যন্ত। এ নৌকা বাইচে গোপালগঞ্জের শিশির বিশ্বাসের টুঙ্গিপাড়া দল বিজয়ী হয়। বিজয়ী নৌকার দলপতির হাতে পুরস্কার তুলে দেন পিরোজপুর-১ আসনের সাংসদ মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ ম রেজাউল করিম।

এ সময় মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, প্রাচীন বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ এখন হারিয়ে যাচ্ছে। এ উৎসবকে ফিরিয়ে আনতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার কারণে দেশের ক্রীড়ার আজ ব্যাপক উন্নতি হয়েছে। দেশের খেলোয়াড়রা আন্তর্জাতিকভাবে দেশের সুনাম বৃদ্ধি করছেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার মোল্লা মো.আজাদ হোসেন, উপজেলা চেয়ারম্যান মাস্টার অমূল্য রঞ্জন হালদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও, ভারপ্রাপ্ত) মো. আল মামুন, পিরোজপুর সদর উপজেলা ভাইস চেয়ারম্যান এস এম বায়েজিদ হোসেন প্রমুখ।

এসজে/এমএস