গাজীপুরের পূবাইল থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৩৮ বছর। বুধবার সকালে গাজীপুর-সিলেট মহাসড়কের পূবাইলের সমরসিং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।জয়বেপুর থানার পূবাইল পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মো. ফাইজুর রহমান জানান, বুধবার সকালে গাজীপুর-সিলেট মহাসড়কের পূবাইলের সমরসিং এলাকায় সড়কের পাশে হাত-পা বাঁধা অবস্থায় ওই ব্যক্তির মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ক্যাম্পে ফোন দিলে পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। তাকে শ্বাসরোধ করে হত্যার পর দুর্বৃত্তরা মরদেহটি ওই স্থানে ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ।আমিনুল ইসলাম/এফএ/এমএএস/আরআইপি