একুশে পদকপ্রাপ্ত বরেণ্য চিত্রশিল্পী শিল্পী সমরজিৎ রায় চৌধুরীর শেষকৃত্য সোমবার রাজধানীর সবুজবাগ শ্মশানে সম্পন্ন হবে। বর্তমানে তার মরদেহ বারডেমের হিমঘরে রাখা হয়েছে।
সমরজিৎ রায় চৌধুরীর পরিবার সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সোমবার (১০ অক্টোবর) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সমরজিৎ রায়ের মরদেহ তার প্রিয় কর্মস্থল ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে রাখা হবে। এরপর বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরদেহ রাখা হবে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। এরপর রাজধানীর সবুজবাগ শ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
রোববার (৯ অক্টোবর) বেলা পৌনে ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন অধ্যাপক সমরজিৎ রায়।
১৯৩৭ সালে কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন সমরজিৎ রায় চৌধুরী। ১৯৬০ সালে তিনি তখনকার সরকারি আর্ট ইনস্টিটিউট (ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান চারুকলা অনুষদ) থেকে গ্রাফিক ডিজাইনে স্নাতক শেষ করেন। সেখানে তিনি শিক্ষক হিসেবে পেয়েছেন জয়নুল আবেদিন, কামরুল হাসানের মতো শিল্পীদের।
স্নাতক শেষ করে চারুকলা অনুষদেই শিক্ষকতায় যোগ দেন সমরজিৎ। ৪৩ বছর সেই দায়িত্ব পালন করে ২০০৩ সালে অধ্যাপক হিসেবে অবসরে যান। এরপর ২০১০ সাল পর্যন্ত শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির চারুকলা এবং প্রদর্শন কলা বিভাগের ডিন হিসেবে কাজ করেন।
গ্রাফিক ডিজাইনে স্নাতক ডিগ্রি অর্জন করলেও খুব দ্রুতই তিনি সৃজনশীল শিল্পী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ২০১৪ সালে শিল্পকলায় একুশে পদক লাভ করেন গুণী এই শিল্পী।
এমআই/ইএ/জেআইএম