আন্তর্জাতিক

ভাড়া কমছে পাকিস্তান এয়ারলাইনসের

অভ্যন্তরীন এবং আন্তর্জাতিক রুটে চলাচলকারী বিমানের ভাড়া কমানোর ঘোষণা দিয়েছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস (পিআইএ)। পিআইএ কর্তৃপক্ষ বলছে, সম্প্রতি কর্মচারীদের বিক্ষোভের মুখে বিমানের ভাড়া বৃদ্ধি হওয়ায় তা স্থিতিশীল করতে এ পদক্ষেপ নেয়া হয়েছে। খবর এক্সপ্রেস ট্রিবিউনের।পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনস কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, করাচি থেকে ইসলামাবাদ হয়ে আবার করাচিতে ফেরত আসা যাত্রীদের জন্য সাত হাজার ৫০০ রুপি নির্ধারণ করা হয়েছে। এছাড়া ওমরাহ ফেরত যাত্রীদের জন্য লাহোর এবং ইসলামাবাদে পৌঁছাতে বিমান ভাড়া ৪৪ হাজার ৫০০ রুপি পরিশোধ করতে হবে। দেশটিতে এর আগে বেসরকারি বিমান পরিবহন সংস্থাগুলো বিমানের ভাড়া দুইশ গুণ বৃদ্ধি করে। পরে কর্মকর্তা-কর্মচারীদের বিক্ষোভের মুখে সব ধরনের রুটে চলাচলকারী বিমানের ভাড়া বৃদ্ধি করে পিআইএ। বিবৃতিতে আরো বলা হয়েছে, বিমানের ভাড়া স্থিতিশীল করতে জাতীয় বিমান পরিবহন সংস্থা ভাড়া কমানোর সিদ্ধান্ত নিয়েছে। ফেব্রুয়ারির আগেও অভ্যন্তরীন রুটে বেসরকারি বিমানের ওয়ানওয়ে ভাড়া ছিল ৮ থেকে ৯ হাজার রুপি। বর্তমানে তা ১৮ থেকে ১৯ হাজার করা হয়েছে। তবে বর্তমানে বেসরকারি বিমানের ভাড়াও কমানো হয়েছে বলে দাবি করেছেন এফআইসিসিআই এভিয়েশন কমিটির চেয়ারম্যান ইয়াহিয়া পোলানি। তিনি বলেন, সরকারি নির্দেশে বর্তমানে ২৭ হাজার রুপি থেকে ১৮ হাজার করা হয়েছে।এসআইএস/এবিএস