দেশজুড়ে

১০ দিন বন্ধের পর বাংলাবান্ধা বন্দরে আমদানি-রপ্তানি শুরু

দুর্গাপূজা এবং সরকারি ছুটি শেষে টানা ১০ দিন বন্ধের পর পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা এবং সাপ্তাহিক ছুটি মিলিয়ে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত বন্দরের কার্যক্রম বন্ধ ছিল। সোমবার (১০ অক্টোবর) সকাল থেকে ফের বন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে।

স্থলবন্দর সূত্র জানায়, সংশ্লিষ্টদের মধ্যে আলোচনার মাধ্যমে ৩০ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত ১০ দিন স্থলবন্দরের দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। তবে বন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে ভিসায় ভ্রমণকারীদের যাতায়াত স্বাভাবিক ছিল।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরের কার্যক্রম ১০ দিন বন্ধ ছিল। সোমবার থেকে আবারও বন্দর সচল হয়।

সফিকুল আলম/এমআরআর/এএসএম