দেশজুড়ে

গাইবান্ধায় পুকুরে ডুবে যমজ ভাইবোনের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পুকুরে ডুবে দেড় বছর বয়সী যমজ দুই ভাইবোনের মৃত্যু হয়েছে। সোমবার (১০ অক্টোবর) বিকেলে উপজেলার সোনারায় ইউনিয়নের পশ্চিম বৈদ্যনাথ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো আমিনুল ইসলাম ও আমিনা আক্তার। তারা ওই গ্রামের শাহ আলম মিয়ার যমজ সন্তান।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, দুপুরে দুই সন্তানকে বাড়িতে রেখে এক প্রতিবেশীর বাড়িতে সমিতির কিস্তি দিতে যান মা গোলেনুর বেগম। শিশু দুটি বাড়িতে খেলছিল। একপর্যায়ে সবার অজান্তে তারা বাড়ির পাশে একটি পুকুরের পানিতে পড়ে যায়। তাদের মা কিস্তি দিয়ে বাড়িতে এসে সন্তানদের না পেয়ে আশপাশে খুঁজতে থাকেন। একপর্যায়ে প্রতিবেশী আব্দুর রাজ্জাকের পুকুরের পানিতে শিশু দুটির মরদেহ ভাসতে দেখেন তিনি। পরে স্থানীয়রা ছুটে এসে যমজ দুই ভাইবোনের মরদেহ উদ্ধার করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনারায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ বদিরুল আহসান সেলিম বলেন, যমজ শিশু দুটি প্রতিবেশীর পুকুরে ডুবে মারা যায়। ঘটনাটি মর্মান্তিক।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

এসআর/এএসএম