ভালবাসা দিবসে জিয়াউদ্দিন আলম ফিচারিং ‘গল্প কথা’ নামে একটি সম্পূর্ণ নতুন আঙ্গিকের মিশ্র আলবাম বাজারে আসছে। আলমের কথায় এবং শাহরিয়ার রাফাতের সুর-সংগীতায়োজনে অ্যালবামটির গানে কণ্ঠ দিয়েছেন তরুণ শিল্পী হাসনাত তুষার। তুষার ছাড়াও অ্যালবামটিতে আরো গান করেছেন দেশসেরা কয়েকজন জনপ্রিয় শিল্পীরা।এ প্রসঙ্গে হাসনাত তুষার বলেন, ‘অ্যালবামটিতে ‘হারিয়ে যাওয়া’ শিরোনামের গানটিতে আমি কণ্ঠ দিয়েছি। চমৎকার কথা ও সুরের মিশ্রণে গানটি ভালোবাসা দিবসে শ্রোতাদের কাছে আসছে। আশা করি সবার ভালো লাগবে।’এনই/এলএ/আরআইপি