দেশজুড়ে

স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করলেন ইউএনও

ফরিদপুরের সদর উপজেলায় এক স্কুলছাত্রীর বিয়ে বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিটন ঢালী।

সোমবার(১০ অক্টোবর) বিকেলে উপজেলার চাঁদপুর ইউনিয়নের পূর্ব আজলবেড়া গ্রামে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, মঙ্গলবার (১১ অক্টোবর) পূর্ব আজলবেড়া গ্রামের নবম শ্রেণিতে পড়ুয়া এক কিশোরীর বিয়ের দিন ধার্য ছিল। খবর পেয়ে সোমবার বিকেলে ওই বাড়িতে যান ইউএনও লিটন ঢালী। ঘটনার সত্যতা পাওয়ায় তিনি বাল্যবিয়ে বন্ধ করে দেন। সেইসঙ্গে ১৮ বছর পূর্ণ হওয়ার আগে বিয়ে দেওয়া হবে না মর্মে মেয়েটির পরিবার থেকে মুচলেকা নেওয়া হয়।

ইউএনও লিটন ঢালী জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অভিযানকালে চাঁদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামসুন্নাহার ও সংশ্লিষ্ট ওয়ার্ডের সদস্যসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এন কে বি নয়ন/এসআর/জেআইএম