চাঁদপুরের মেঘনায় মা ইলিশ সংরক্ষণে অভিযান পরিচালনাকালে জেলেদের হামলায় হাসান মিয়া (২৬) নামের এক নৌ পুলিশ সদস্য আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। সোমবার (১০ অক্টোবর) রাতে সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের সফরমালি এলাকায় এ হামলার ঘটনা ঘটে।
হামলায় জেলেদের ছুড়ে মারা ইটের টুকরোর আঘাতে মুখে মারাত্মক জখম হয় পুলিশের নায়েক হাসান মিয়া। গুরুতর আহত হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
এদিকে এ অভিযান অংশ নেওয়া আরও কয়েকজন পুলিশ সামান্য আহত হয়েছেন বলেও জানা গেছে। তাদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
চাঁদপুর নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান জানান, চাঁদপুরের পদ্মা-মেঘনায় ইলিশ সংরক্ষণ অভিযানে নৌ পুলিশের অভিযান পরিচালনা করা হয়। এসময় নৌ-পুলিশের উপস্থিতি টের পেয়ে জেলেরা জালের ইটের চাক্কি মারা শুরু করে। এতে আহত হন হাসান মিয়া। আহত হাসানকে প্রথমে চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো করা হয়। এ ঘটনায় অজ্ঞাত অর্ধশত জনকে আসামি করে নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
চাঁদপুর নৌ অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ কামরুজ্জামান জানান, জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহিদ হাসানের নেতৃত্বে এবং মৎস্য বিভাগের কর্মকর্তাদের নিয়ে নৌ পুলিশ চাঁদপুরের মেঘনা নদীর সফরমালি এলাকায় মা ইলিশ সংরক্ষণে অভিযান চালায়। এসময় একদল বেপরোয়া জেলে দেশীয় অস্ত্র নিয়ে অভিযানকারী দলের স্পিডবোটের ওপর হামলা করে। এতে জেলেদের ছুড়া ইটের টুকরোর আঘাতে আহত হন নায়েক হাসান মিয়া।
জানা গেছে, গত ৭ অক্টোবর থেকে দেশের ৬টি অভয়াশ্রমে শুরু হয় মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২৮ অক্টোবর পর্যন্ত ২২ দিনব্যাপী চলবে এ কার্যক্রম। নিষেধাজ্ঞার এসময় ইলিশ নিধন, পরিবহন ও বাজারজাতকরণ সম্পূর্ণ নিষিদ্ধ করেছে সরকার।
নজরুল ইসলাম আতিক/এমআইএইচএস