রাজধানীর সেগুনবাগিচা মুক্তিযুদ্ধ জাদুঘরে হাতেখড়ি উৎসব পালিত হবে। শুক্রবার (১২ ফেব্রুয়ারি) এ উৎসব পালন করবে হাতেখড়ি জাতীয় পর্ষদ।বুধবার জাতীয় প্রেসক্লাবে হাতেখড়ি উৎসব উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিবছর আয়োজনটি ফেব্রুয়ারির প্রথম শুক্রবার উদযাপিত হলেও এবছর দ্বিতীয় শুক্রবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। উৎসবে ২ থেকে ৫ বছর বয়সী যে কোনো শিশু হাতেখড়ি নিতে পারবে।হাতেখড়ি উৎসব সম্পর্কে জানাতে গিয়ে আয়োজকরা বলেন, বহু আগ থেকে উৎসবের প্রচলন আছে। একসময় মুসলমানরা মৌলবী এনে শিন্নি বা পায়েশ রান্না করে বা মিলাদের মাধ্যমে বাড়ির শিশুটিকে স্বজন বা হুজুরের কোলে বসিয়ে বাংলা প্রথম অক্ষর বা অারবি প্রথম অক্ষর লিখিয়ে তাক্তি বা হতেখড়ি দিতেন।সনাতন ধর্মাবলম্বীরা এক সময় সংস্কৃত অক্ষর দিয়ে হাতেখড়ি দিতেন এবং বাক্ষ্মণ বা মাতুল অথবা পিতা মাতা হতে ধরে শিশুকে প্রথম লিখতে শিখান। সনাতন ধর্মাবলম্বীরা মাঘ মাসের শুল্কা পঞ্চমী তিথিতে অর্থ্যাৎ স্বরস্বতী পূঁজার দিন হাতেখড়ির আয়োজন করতো। প্রায় বিলুপ্ত এ আয়োজনকে হাতেখড়ি জাতীয় পর্ষদ নয় বছর ধরে উদযাপন করছে জানিয়ে আয়োজকরা বলেন, শিশু শিক্ষার প্রথম দিনটিকে সর্বত্র আনুষ্ঠানিকতা ছড়িয়ে দেওয়াই আমাদের উদ্দেশ্য। এর মাধ্যমে শিশুর কাছে যেমন দিনটি স্বরণীয় হয়ে থাকবে তেমনি শিক্ষার প্রতি আগ্রহ, সমাজ গঠনে বিবেকবান, দেশপ্রেমিক ও সৎ মানুষ পাঠ গ্রহণে শিশু উৎসাহবোধ করবে।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম আহ্বায়ক বাবলু বিশ্বাস, শাহরিয়া সালাম, সদস্য তৌহিদ জাহাঙ্গীর প্রমুখ।এএস/একে/আরআইপি