রাঙামাটি জেনারেল হাসপাতালে ঝলসানো পায়ের ব্যথায় কাতরাচ্ছেন গৃহবধূ নুর বানু। গরম পানি ঢেলে দিয়ে তার ডান পা ঝলসে দিয়েছে স্বামী কামাল হোসেন। গত ৩ ফেব্রুয়ারি রাতে শহরের হাসপাতাল এলাকায় এ ঘটনা ঘটেছে।পারিবারিক সূত্র জানায়, ১৭ বছর আগে শহরের চম্পকনগরের বাসিন্দা আবদুর রশিদের মেয়ে নুর বানুর সঙ্গে বিয়ে হয় অটোরিকশা চালক কামাল হোসেনের। পরকীয়া ও যৌতুকের কারণে প্রায় সময়ই স্ত্রীর ওপর নির্যাতন চালায় কামাল হোসেন।স্বামী-স্ত্রীর কলহের এক পর্যায়ে ওই রাতে স্ত্রী নুর বানুর পায়ে গরম তরকারি ঢেলে দেয় কামাল হোসেন। এতে নুর বানুর ডান পা ঝলছে যায়। পরে নুর বানুর আত্মীয়রা ঘটনাটি জানতে পেরে রাঙামাটি জেনারেল হাসপাতালে ভর্তি করায় তাকে।হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. মংক্যচিং মারমা সাগর বলেন, নুর বানুর পায়ের অবস্থা আশঙ্কাজনক। বুধবার হাসপাতালে চিকিৎসাধীন নুর বানু অভিযোগ করে বলেন, বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে তার ওপর শারীরিক নির্যাতন চালিয়ে আসছে স্বামী কামাল হোসেন। সম্প্রতি অন্য এক মেয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়লে নির্যাতনের মাত্রা বেড়ে যায়। তবে অভিযোগ অস্বীকার করে কামাল হোসেন বলেছেন, হাত থেকে তরকারির পাত্র পড়ে যাওয়ায় তার স্ত্রীর পা ঝলসে যায়। এ ঘটনায় বাদী হয়ে স্বামী কামাল হোসেনের বিরুদ্ধে মঙ্গলবার রাঙামাটি কোতয়ালি থানায় মামলা করেছেন নির্যাতনের শিকার নুর বানু। থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুর রশীদ বলেন, ঘটনার ব্যাপারে পুলিশি তদন্ত শুরু হয়েছে। অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। সুশীল প্রসাদ চাকমা/এফএ/এমএএস/আরআইপি