দেশজুড়ে

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে মাসেদা বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেল ৪টার দিকে সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের মহিপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

মাসেদা বেগম ওই গ্রামের শফিকুল ইসলামের স্ত্রী।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা প্রকৌশলী মো. মৌদুদ আলম খাঁ বলেন, বিকেলে বৃষ্টি হচ্ছিল। এ সময় বাড়ির সামনে সংসারের কাজ করছিলেন মাসেদা বেগম। এ সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান। মৃতের পরিবারকে প্রশাসন থেকে ১০ হাজার টাকা আর্থিক সহায়তা করা হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম আলমগীর জাহান বলেন, বজ্রপাতে মৃত্যুর খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

সোহান মাহমুদ/এসআর/এমএস