দেশজুড়ে

গাজীপুরে ট্রেন থেকে ছিটকে পড়ে প্রাণ গেলো শিশুর

 

গাজীপুরের শ্রীপুর উপজেলায় ট্রেন থেকে ছিটকে পড়ে অজ্ঞাতপরিচয় এক শিশুর (১২) মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও এক শিশু।

মঙ্গলবার (১১ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বরমী ইউনিয়নের বিটিপাড়া এলাকার লেভেল ক্রসিংয়ের অদূরে এ ঘটনা ঘটে। বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) মো. শহিদুল্লাহ।

শহিদুল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয়রা জানান, রাস্তার পাশে রোলার আর ড্রাম ট্রাক দাঁড় করিয়ে দুই চালক গল্প করছিলেন। এ সময় ট্রেন হর্ন বাজানোর শব্দ পেয়ে তড়িঘড়ি করে রোলার সরাতে চেষ্টা করেও সরাতে পারেননি। দ্রুত গতির একটি ট্রেন রোলারের সঙ্গে ধাক্কা দেয়। তখন ট্রেনের ইঞ্জিনের সামনে দাঁড়িয়ে থাকা দুজন শিশু ছিটকে পড়ে যায়।

বরমী ইউনিয়ন পরিষদের ২নম্বর ওয়ার্ডের সদস্য মারুফ হোসেন বলেন, ঢাকামুখী বলাকা কম্পিউটার ট্রেনের সঙ্গে রাস্তা সংস্কারের রোলারের সংঘর্ষ হয়। এতে ট্রেনে থাকা আমড়া বিক্রেতা এক শিশু নিচে পড়ে যায়। এতে তার দুটি পা বিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয়। এরপর স্থানীয়রা অজ্ঞাত অপর এক শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

আব্দুর রহমান আরমান/এমএএইচ/