ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষ নিলে দেখে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক সুব্রত পাল।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকেলে শহরের সেরিন গার্ডেন নামে একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা জানান।
সুব্রত পাল বলেন, ‘জাতীয় নির্বাচনের আগে জেলা পরিষদ নির্বাচন অনেক গুরুত্ব বহন করে। তাই বিদ্রোহী প্রার্থীদের সমর্থন দিয়ে পেছন থেকে ষড়যন্ত্র করছে বিএনপি-জামায়াত। দলের মূল স্রোতের বাইরে গিয়ে যারা আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর পক্ষে অবস্থান নেবেন, আমরা দেখে দেখে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবো।’
এ সময় ফরিদপুর জেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. ফারুক হোসেনও উপস্থিত ছিলেন। তিনি বলেন, যুবলীগের একজন কর্মী হিসেবে আমি শেখ হাসিনার রাজনীতি করে আজ জেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী হয়েছি। আমি মনে করি আমার বিপক্ষে অবস্থান নেওয়া মানে শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান নেওয়া৷ আপনারা তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রার্থী হিসেবে আমার জন্য কাজ করবেন এটুকুই কামনা।
সভায় বিশেষ অতিথি ছিলেন যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শহিদুল হক চৌধুরী রাসেল ও সদস্য নিয়াজ জামান সজিব। জেলা যুবলীগের আহ্বায়ক জিয়াউল হাসান মিঠুর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন- জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মেহেদি হাসান শামীম তালুকদার, খান মো. রাসেল, সদস্য তৌফুক হোসেন পুচ্চি।
১৭ অক্টোবর ফরিদপুর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে ফারুক হোসেনসহ তিনজন প্রার্থী রয়েছেন।
এন কে বি নয়ন/এসজে/এমএস