রাজবাড়ীর পাংশা উপজেলার বাহাদুরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কবিহীন এবং নিষিদ্ধ কেমিক্যাল ব্যবহার করে গুড় প্রস্তুত করায় অননুমোদিত একটি কারখানা সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
এ সময় কারখানা থেকে প্রায় ২০০ টিনের কৌটাবোঝাই নিষিদ্ধ কেমিক্যাল, ১০০ মাটির কোলা ভর্তি ভেজাল গুড় ও ৩৪ বস্তা চিনি জব্দ করা হয়। পরে জব্দ মালামাল বাজেয়াপ্ত এবং ভেজাল কেমিক্যাল ধ্বংস করা হয়। সেইসঙ্গে কারখানার মালিক শেখ আলমাছকে (৫১) ১৫ দিনের বিনাশ্রম করাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও পাঁচদিনের বিনাশ্রম করাদণ্ড দেওয়া হয়।
বুধবার (১২ অক্টোবর) বিকেলে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের ডাঙ্গীপাড়ায় অভিযান পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন পাংশার সহকারী কমিশনার (ভূমি) মো. মাসুদুর রহমান রুবেল।
দণ্ডপ্রাপ্ত শেখ আলমাছ ওই এলাকার মৃত আছর উদ্দিনের ছেলে।
সহকারী কমিশনার (ভূমি) মাসুদুর রহমান রুবেল বলেন, দীর্ঘদিন ধরে অননুমোদিত এ কারখানায় কেমিক্যাল মিশিয়ে ভেজাল গুড় প্রস্তুত ও বাজারজাত করা হচ্ছিল। যা মানবদেহের জন্য ক্ষতিকর। এ কারণে জব্দ মালামাল ধ্বংস ও কারখানাটিকে সিলগালা করে দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রুবেলুর রহমান/এসআর/এএসএম