রাজধানীর বকশিবাজার মোড় এলাকায় পিকআপের ধাক্কায় নিহত হয়েছেন মো. আরিফ (৩০) নামে এক যুবক।
বুধবার (১২ অক্টোবর) রাতে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে তার মৃত্যু হয়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
কাজী আল আমীন/এমএইচআর/এমএস