কোপা দেল রে’র সেমিফাইনালের দ্বিতীয় লেগে ভালেন্সিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করে দুই লেগ মিলিয়ে ৮-১ গোলের বড় ব্যবধানে জিতেই কোপা দেল রের ফাইনালে পৌঁছেছে বার্সেলোনা। ঘরের মাঠে ৭-০ গোলে জিতেছিল তারা। আর এই ম্যাচ না জিতলেও স্পেনের দলগুলোর মধ্যে সর্বাধিক ম্যাচ অপরাজিত থাকার ইতিহাস গড়েছে লুইস এনরিকের দল। দলের মূল তিন খেলোয়াড় মেসি-নেইমার-সুয়ারেসকে বিশ্রামে রেখে প্রতিপক্ষের মাঠে নামে বার্সা। তবে প্রথম লেগে বিধ্বস্ত হওয়ায় ভালেন্সিয়া নিজেদের মাঠে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে। এরই ধারাবাহিকতায় প্রথমার্ধেই পাল্টা আক্রমণে এগিয়ে যায় দলটি। ৩৩ মিনিটে মাঝ মাঠ থেকে উড়ে আসা বল দারণভাবে নিয়ন্ত্রণে নিয়ে গোল করে দলকে লিড এনে দেন স্প্যানিশ ফরোয়ার্ড আলভারো নেগ্রেদো। বিরতির পর আরও বেশ আক্রমণাত্মকও হয়ে ওঠে ভালেন্সিয়া। ৭৩তম মিনিটে ব্যবধান দ্বিগুণও হতে পারতো, কিন্তু ব্রাজিলিয়ান মিডফিল্ডার দানিলোর ফ্রি-কিক দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন বার্সেলোনা গোলরক্ষক।শেষ দিকে বদলি হিসেবে নামার এক মিনিটের মাথায় বার্সেলোনাকে সমতায় ফেরান ক্যামেরুনের মিডফিল্ডার উইলফ্রিদ কাপতৌম। এই গোলেই শেষপর্যন্ত হার এড়ানোর পাশাপাশি ইতিহাস গড়ার আনন্দে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা। এই ড্রয়ে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে রেকর্ড টানা ২৯ ম্যাচ অপরাজিত থাকলো এনরিকের দল। এর আগে ২০১০ সালের সেপ্টেম্বর থেকে ২০১১ সালের জানুয়ারি পর্যন্ত তখনকার কোচ পেপ গার্দিওলার অধীনে টানা ২৮ ম্যাচ অপরাজিত থাকার আগের রেকর্ডটি গড়েছিল কাতালান ক্লাবটি।এমআর/আরআইপি