দেশজুড়ে

গাজীপুরে দুই কিশোরীর মরদেহ উদ্ধার

গাজীপুরে পৃথক স্থান থেকে দুই কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকেলে জিএমপির গাছা থানার কুনিয়া মধ্যপাড়া ও পুবাইল রেলস্টেশন কলোনি থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়।

নিহতরা হলো- কুড়িগ্রামের রাজারহাট থানার পূর্ব বালাকান্দি সবুজপাড়া এলাকার ওমর ফারুকের মেয়ে ফারজানা আক্তার (১৪) ও হবিগঞ্জের সদর থানার সোনারো গ্রামের জাকির হোসেনের মেয়ে ইয়াসমিন আক্তার নূপুর (১৫)।

গাছা থানার এসআই আনোয়ার হোসেন জানান, মহানগরীর কুনিয়া মধ্যপাড়া এলাকায় পরিবারের সঙ্গে টিনশেড ভাড়া বাসায় বসবাস থাকতো ফারজানা আক্তার। ঠিকমত লেখাপড়া না করায় ফারজানাকে বকাঝকা করে তারা বাবা-মা। এতে অভিমান করে সে নিজ কক্ষে ঢুকে ভিতর থেকে দরজার ছিটকিনি আটকে দেয়। দীর্ঘ সময়েও সাড়াশব্দ না পেয়ে দুপুরে তার বাবা সিলিংয়ের ফাঁক দিয়ে গলায় ফাঁস লাগানো মেয়েকে দেখতে পান।

পুবাইল থানার এসআই আব্দুস সালাম জানান, রেলস্টেশন কলোনিতে বসবাস করে ইয়াসমিন আক্তার নূপুরের পরিবার। মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিল নূপুর। বিকেলে সে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। পরিবারের লোকজন চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নেওয়ার পথে বিকেল ৩টার দিকে সে মারা যায়। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে।

মো. আমিনুল ইসলাম/আরএইচ/এমএস