জাতীয়

অনেক উন্নত দেশের চাইতেও আমাদের বিদ্যুৎ ব্যবস্থা ভালো: সচিব

বিদ্যুৎ সচিব মো. হাবিবুর রহমান বলেছেন— অর্থনৈতিক ও প্রযুক্তিগতভাবে বাংলাদেশের চাইতে অনেক উন্নত দেশেও জ্বালানি ও বিদ্যুতের সমস্যা চলছে। সেই তুলনায় বাংলাদেশের অবস্থা অনেক ভালো। আমাদের সমকক্ষ দেশ তো বটেই, অনেক শক্তিশালী ও উন্নত দেশের তুলনায় বাংলাদেশের বিদ্যুৎ সেক্টরের অবস্থা অনেক ভালো।

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে যে বিদ্যুতের ঘাটতি চলছে বা লোডশেডিং হচ্ছে, এটি কিন্তু বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন, সক্ষমতা ও দক্ষতার চিত্র না। এ সমস্যা শুধু বাংলাদেশে নয়, গোটা বিশ্বেই এখন লোডশেডিং চলছে।

শুক্রবার (১৪ অক্টোবর) সন্ধ্যায় ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে শতাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতাদের দুই দিনব্যাপী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

হাবিবুর রহমান বলেন, অক্টোবরের পরেই আশাকরি এ সমস্যা থাকবে না। কারণ, তখন চাহিদাও কমে যাবে। ততদিনে আমাদের কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে চলে আসবে। এরই মধ্যে পায়রা তাপবিদ্যুৎকেন্দ্র উৎপাদনে এসেছে। কিন্তু সঞ্চালন লাইনের কারণে আমরা সেটি সরবরাহ করতে পারছি না। নভেম্বর অথবা ডিসেম্বরের মধ্যে সরবরাহে চলে আসবে আশা করা যাচ্ছে। এছাড়া আরও কয়েকটা বিদ্যুৎকেন্দ্র উৎপাদনে আসবে। ভারত থেকেও আমদানি করবো। এ সমস্যা তখন আর থাকবে না এটুকু আশ্বাস দিতে পারি।

বিশেষ অতিথির বক্তব্যে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান বলেন, আমাদের এখন প্রতিদিন গ্যাস উত্তোলন হয় ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট। এর মধ্য থেকে ১ হাজার ১০০ মিলিয়ন ঘনফুট বিদ্যুৎ সেক্টরকে দিই। ৪০ শতাংশ আমরা শুধু বিদ্যুৎ বিভাগকেই দিয়ে দিই। এরপর সার কারখানা রয়েছে, আমাদের ইন্ডাস্ট্রি চলে, ডমেস্টিক গ্যাস ব্যবহার আছে, চা বাগানে প্রয়োজন হয়, সিএনজিতে দিতে হয়। ৪০ শতাংশ বিদ্যুৎকেন্দ্রে দিয়ে বাকি গ্যাস বিতরণ করতে হয়।

তিনি বলেন, গ্যাসের সোর্স দু’টি। নিজস্ব উত্তোলন ও আমদানি করা। আমাদের উত্তোলন হয় এখন ২ হাজার ৩০০ মিলিয়ন ঘনফুট প্রতিদিন। বর্তমান সরকার যখন ক্ষমতায় আসে তখন এটি মাত্র ১ হাজার ৭০০ মিলিয়ন ছিল। সেখান থেকে একটু একটু করে বাড়িয়েছে সরকার।

অনুষ্ঠানে আইডিইবির সভাপতি কেএমএ হামিদের সভাপতিত্বে পেট্রোবাংলা, বাপেক্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ বিদ্যুৎ বিভাগ ও আইডিইবির বিভিন্ন পর্যায়ের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা উপস্থিত ছিলেন।

এমআইএস/এমএএইচ/