দেশজুড়ে

চরফ্যাশনে চাচার শাবলের আঘাতে প্রাণ গেলো ভাতিজার, আটক ১

 

ভোলার চরফ্যাশন উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষে চাচার শাবলের আঘাতে নুরুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় চাচা আব্দুল মা‌লেককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৪ অক্টোবর) উপজেলার এওয়াজপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়া‌র্ডে এ ঘটনা ঘ‌টে। নুরুল ইসলাম ৪ নম্বর ওয়া‌র্ডের আব্দুল র‌শিদ মজাদ্দা‌রের ছে‌লে।

পু‌লিশ ও স্থানীয়রা জানান, শুক্রবার সকা‌লে জ‌মি নিয়ে বি‌রোধের জেড়ে নুরুল ইসলামের সঙ্গে তার চাচা আব্দুল মা‌লেক ও আবু তা‌হের এবং চাচা‌তো ভাই‌দের সঙ্গে ঝগড়া হয়। এ পর্যা‌য়ে নুরুল ইসলাম‌কে শাবল দি‌য়ে আঘাত ক‌রেন চাচারা। এ‌তে তিনি গুরুতর আহত হন। এ সময় তার স্ত্রী তাকে বাঁচা‌তে এগিয়ে এলে তাকেও মারধর করা হয়। প‌রে প‌রিবা‌রের অন্যান্য সদস্যরা তা‌দের উদ্ধার ক‌রে চরফ্যাশন উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে নি‌য়ে যায়। সেখান থেকে নুরুল ইসলাম‌কে উন্নত চি‌কিৎসার জন্য ব‌রিশালে পাঠিয়ে দেন চি‌কিৎসকরা। প‌রে সন্ধ্যায় বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চি‌কিৎসা‌ধীন তার মৃত্যু হয়।

চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মুরাদ হো‌সেন জাগো নিউজকে বলেন, এ ঘটনায় শুক্রবার রা‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে আব্দুল মা‌লেক‌কে আটক করা হ‌য়ে‌ছে। নিহ‌তের মরদেহ এখনো ব‌রিশাল র‌য়ে‌ছে।

জু‌য়েল সাহা বিকাশ/এমএএইচ/