পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় শিবিরের সভাপতিসহ ছয় জামায়াত-শিবির নেতাকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার কামাত কাজলদীঘি ইউনিয়নের গলেহা এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন- দেবীগঞ্জ উপজেলা শিবিরের সভাপতি মো. জুয়েল (২৬), বোদা উপজেলা শিবিরের সেক্রেটারি আব্দুল কাদের (২২), আটোয়ারি উপজেলা শিবিরের সেক্রেটারি আল মামুন (২০), শিবির নেতা আশিক (২০) এবং জামায়াতের স্থানীয় নেতা রোকন মো. হাসান আলী (৫৫) ও জামায়াত নেতা মো. জিন্নাত (৩০)।পুলিশ ও স্থানীয়রা জানায়, গলেহা এলাকার জামায়াতের স্থানীয় রোকন হাসান আলীর বাসায় জামায়াত শিবিরের উচ্চ পর্যায়ের নেতাদের নিয়ে একটি বিশেষ বৈঠক চলছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা ওসি মমিনুল ইসলাম মমিন এবং ২য় কর্মকর্তা আব্দুল কাইয়ুম এর নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে বৈঠক থেকে তাদের আটক করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে একটি কম্পিউটার, ১১টি বাইসাইকেল, দুইটি মোটরসাইকেলসহ বিপুল পরিমাণ সাংগঠনিক বই উদ্ধার করা হয়।সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম মমিন বলেন, নাশকতার পরিকল্পনা নিয়ে জামায়াত নেতা রোকন হাসান আলীর বাসায় জামায়াত-শিবিরের উচ্চ পর্যায়ের বিশেষ বৈঠক করছিল। অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলার প্রস্তুতি চলছে।সফিকুল আলম/এফএ/এসএস/এমএস