প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামাজিক যোগাযোগের কোনো মাধ্যমেই নিজস্ব কোনো আইডি নেই বলে জানিয়েছে তার প্রেস উইং।
শনিবার (১৫ অক্টোবর) প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস রানা এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সোশ্যাল মিডিয়ার কোনো মাধ্যমেই নিজস্ব কোনো আইডি নেই। প্রধানমন্ত্রীর নামে খোলা প্রতিটি আইডিই ভুয়া।
প্রধানমন্ত্রীর নামে ভুয়া আইডির ভুয়া পোস্ট দেখে কেউ যেন বিভ্রান্ত না হন, সে বিষয়েও সতর্ক থাকতে বলেছেন তিনি।
এসইউজে/এমকেআর/জেআইএম