যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলছেন, সিরিয়ায় আগামী ১ মার্চ থেকে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে রাশিয়া। বিদ্রোহী ও সরকার সমর্থিত প্রতিনিধিদের সঙ্গে জাতিসংঘের বিশেষ দূত স্টাফা দে মিস্তুরার সঙ্গে বৈঠকে এ প্রস্তাব করেছে মস্কো। এছাড়া ২৫ ফেব্রুয়ারি ফের শান্তি আলোচনা শুরু হবে। তবে মিউনিখের এ বৈঠক সম্পর্কে মার্কিন কূটনীতিকরা সরাসরি কথা বলেননি। বার্তা সংস্থা এপির এক প্রতিবেদনে বলা হয়েছে, মস্কোর এ প্রস্তাবে রাজি হয়নি যুক্তরাষ্ট্র। সিরিয়ায় গত সাড়ে চার বছরের বেশি সময় ধরে চলমান গৃহযুদ্ধ অবসানের লক্ষ্যে মিউনিখে শান্তি আলোচনা শুরু হয়। এতে রাশিয়া, যুক্তরাষ্ট্রসহ অন্তত এক ডজন দেশ অংশ নিয়েছে। সিরিয়ার গৃহযুদ্ধে এখন পর্যন্ত অন্তত আড়াই লাখ মানুষের প্রাণহানি ঘটেছে। ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেট জঙ্গিগোষ্ঠীর সঙ্গে লড়াইয়ের কারণে দেশটির অধিকাংশ মানুষ গৃহহীন হয়েছে পড়েছে। এদের অধিকাংশই পাড়ি জমাচ্ছে ইউরোপে। ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপে বর্তমানে সবচেয়ে বেশি শরণার্থী ঢুকে পড়েছে।গত ৩০ সেপ্টেম্বর থেকে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের অনুরোধে ইসলামিক স্টেট জঙ্গি ও অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীদের অবস্থান লক্ষ্য করে বিমান হামলা শুরু করেছে রাশিয়া। কিন্তু পশ্চিমা বিশ্ব সমর্থিত বিদ্রোহীরাই রুশ হামলার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্র এবং এর মিত্ররা। কিন্তু মস্কো এ অভিযোগ উড়িয়ে দিয়েছে। সিরিয়ায় মস্কোর অভিযানের আগে থেকেই যুক্তরাষ্ট্র আইএসের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে আসছে।এসআইএস/এমএস