স’মিল শিল্প সেক্টরের জন্য সরকার গঠিত মজুরি বোর্ড ঘোষিত মজুরি এবং নিয়োগপত্র-পরিচয়পত্র দেওয়া ও ৮ ঘণ্টা কর্মদিবস নির্ধারণসহ অবিলম্বে শ্রম আইন বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন স’মিল শ্রমিকনেতা।
বাংলাদেশ স’মিল শ্রমিক ফেডারেশনের উদ্যোগে শনিববার (১৪ অক্টোবর) সারাদেশের স’মিল সেক্টরে ক্রিয়াশীল সংগঠনগুলোর নেতাদের সঙ্গে অনুষ্ঠিত দিনব্যাপী মতবিনিময় সভায় এ আহ্বান জানান বক্তারা।
ফেডারেশনের ৮ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের (তৃতীয় তলা), গুলিস্তান কার্যালয়ে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স’মিল শ্রমিক ফেডারেশনের সভাপতি প্রবীণ শ্রমিকনেতা মো. খলিলুর রহমান। ফেডারেশনের সাধারণ সম্পাদক রজত বিশ্বাসের পরিচালনায় অনুষ্ঠিত এ সভায় ঢাকা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, রংপুর, পাবনা, শেরপুর, ফেনী, ফরিদপুরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে স’মিল সেক্টরের নেতারা অংশ নেন।
বক্তারা বলেন, প্রায় ৮ বছর পর গত ৬ জুন সরকারের নিম্নতম মজুরি বোর্ড স’মিল শিল্প সেক্টরেরর শ্রমিকদের জন্য গেজেট আকারে প্রকাশ করে। সরকার ঘোষিত নিম্নতম মজুরি অনুযায়ী শ্রমিকদের এলাকা ভেদে সর্বোচ্চ মাসিক মোট মজুরি ২৭ হাজার ৮৫০ টাকা( দৈনিক ১০৭৫ টাকা) ও সর্বনিম্ন মাসিক মোট মজুরি ১৭ হাজার ৯০০ টাকা (দৈনিক ৬৯০ টাকা) এবং শিক্ষানবিস শ্রমিকদের মাসিক মোট মজুরি ১১ হাজার টাকা (দৈনিক ৪৫০ টাকা) নির্ধারণ করা হয়েছে। এছাড়া গেজেটে শ্রমিক-কর্মচারীদের মজুরির সঙ্গে বার্ষিক ৫ শতাংশ হারে মজুরি বাড়ানোর (ইনক্রিমেন্ট) কথা বলা হয়েছে।
সভায় স’মিল শিল্প সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি এবং শ্রম আইনের যথাযথ বাস্তবায়নসহ ৯ দফা দাবি আদায়ে দেশব্যাপী ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার লক্ষ্যে আগামী দুই মাস দেশের বিভিন্ন অঞ্চলে সভা, সমাবেশ, বিক্ষোভ মিছিলসহ সাংগঠনিক প্রস্তুতি অগ্রসর করে দেশব্যাপী একযোগে কর্মসূচি ঘোষণা করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
এফএইচ/এমএএইচ/