প্রয়াত চলচ্চিত্রকার বেলাল আহমেদের সর্বশেষ চলচ্চিত্র ‘ভালোবাসবোই তো’। এ চলচ্চিত্রে অভিনয় করেছেন মৌসুমী, ওমর সানী, নিলয় প্রমুখ। ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হবে বিশ্ব ভালোবাসা দিবস ১৪ ফেব্রুয়ারির বিকেল ২টা ৪০ মিনিটে।ছবিটিতে অসম প্রেমিক-প্রেমিকা হিসেবে অভিনয় করেছেন মৌসুমী ও নিলয়। এর গল্পে দেখা যাবে একটি প্রাইভেট কোম্পানিতে ফ্যাশন ডিজাইনের কাজ করেন মৌসুমী। একটি বড় কাজে ডিজাইন প্রায় শেষ করে আনার পরে কম্পিউটারটি ক্র্যাশ করে। কোম্পানিতে সদ্য জয়েন করা নিলয় অনেক চেষ্টার পরে সমস্ত ফাইল উদ্ধার করে দেয়। মৌসুমীর ভালো লাগে নিলয়কে। নিলয় এবং মৌসুমীর এই মেলামেশাকে কোনোভাবেই পছন্দ করতে পারে না ওমর সানী। সে একজন ডন। মৌসুমীর বাবা-মাকে হত্যা করে মৌসুমীকে পাওয়ার জন্য সে মরিয়া। মৌসুমী নিলয়ের এই ভালোবাসা ওমর সানী সহ্য করতে পারে না। নিলয়কে লোক পাঠিয়ে আঘাত করে ওমর সানী। এভাবেই এগিয়ে চলে রোমান্টিক গল্পের ছবিটির কাহিনি।এলএ