দেশজুড়ে

শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধাকে পিটিয়ে হত্যা

মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। রোববার (১৬ অক্টোবর) উপজেলার উমেদপুর ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের হায়দার হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী জব্বার হাওলাদারের। সকালে হায়দার বিরোধপূর্ণ জমিতে মেহগনি গাছের চারা লাগাতে যান। এ সময় বাধা দেন জব্বার ও তার লোকজন। পরে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে জব্বারের হাতে থাকা লাঠি দিয়ে হায়দারের মা আলেয়া বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে আলেয়া বেগম মারা যান। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

শিবচর থানার ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাদ জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর মর্গে রাখা হয়েছে।

আরএইচ/জেআইএম