মাদারীপুরের শিবচরে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আলেয়া বেগম (৭০) নামের এক বৃদ্ধা মারা গেছেন। রোববার (১৬ অক্টোবর) উপজেলার উমেদপুর ইউনিয়নের কদমতলী গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ওই গ্রামের হায়দার হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ চলে আসছিল প্রতিবেশী জব্বার হাওলাদারের। সকালে হায়দার বিরোধপূর্ণ জমিতে মেহগনি গাছের চারা লাগাতে যান। এ সময় বাধা দেন জব্বার ও তার লোকজন। পরে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। একপর্যায়ে জব্বারের হাতে থাকা লাঠি দিয়ে হায়দারের মা আলেয়া বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলে আলেয়া বেগম মারা যান। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।
শিবচর থানার ওসি (তদন্ত) আমির সেরনিয়াবাদ জানান, ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মাদারীপুর মর্গে রাখা হয়েছে।
আরএইচ/জেআইএম