কুয়াকাটা সমুদ্র সৈকতে পা ভিজিয়ে সূর্যাস্তের ছবি তোলেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রোববার (১৬ অক্টোবর) বিকেলে সৈকতের জিরো পয়েন্টের ঝাউবন এলাকায় কিছুক্ষণ সময় কাটান তিনি।
Advertisement
এসময় সফরসঙ্গী ও স্থানীয় নেতাদের সঙ্গে ছবি তোলেন মন্ত্রী। নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে সূর্যাস্তের দৃশ্য ধারণ করেন। লাইভে সূর্যাস্তের অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হওয়া ও কুয়াকাটায় একটি কর্মশালায় অংশ নেওয়ার কথাও জানান তিনি।
এ সময় মন্ত্রীর একান্ত সচিব আবু আলী মোহাম্মদ সাজ্জাদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ডের মহাপরিচালক প্রফেসর নেহাল আহম্মেদ, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিবুর রহমান, কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোতালেব তালুকদার, পৌর মেয়র আনোয়ার হাওলাদার প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুর ২টায় কুয়াকাটার একটি বিলাসবহুল হোটেলে অবস্থান করেন তিনি। রাতে শিক্ষা মন্ত্রণালয়ের ‘চূড়ান্তকরণ বিষয়ক রিট্রিট কর্মশালায়’ অংশ নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা উপভোগ করেন মন্ত্রী।
Advertisement
আসাদুজ্জামান মিরাজ/আরএইচ/এএসএম