রাজবাড়ীর গোয়ালন্দের দৌলতদিয়ায় আগুনে পড়ে ছাই হয়ে গেছেন বরু বেগম (৯০) ও তাসমিয়া (৮) নামের এক শিশু।
রোববার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের আনছার ব্যাপারী পাড়ার ঠান্ডু মোল্লার বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় সাইফুল ইসলাম জানান, বরু বেগম ও শিশু তাসমিয়া অসুস্থ ছিলেন। আগুনের সময় সবাই ঘরের বাইরে বের হতে পারলেও তারা দুজন পুড়ে ছাই হয়ে যান।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক ব্যাপারী বলেন, আগুনের লেলিহান শিখা ঠান্ডু মোল্লার বাড়ির দুটি ঘরে ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে ঘরে থাকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে বৃদ্ধা বরু বেগম ও তাসমিয়া ঘরে পুড়ে একেবারে ছাই হয়ে যায়। পরে গ্রামবাসী ও গোয়ালন্দ ফায়ার সার্ভিসের সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আসে।
ইউপি সদস্য জানান, ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক সট সার্কিট থেকে আগুনের সূত্রপাত।
রুবেলুর রহমান/জেডএইচ/