দেশজুড়ে

কুমিল্লায় ডাকাত ধরতে গিয়ে ওসিসহ আহত ৪

কুমিল্লায় ডাকাত ধরতে গিয়ে ধস্তাধস্তিতে ওসিসহ ৪ পুলিশ আহত হয়েছেন। এ সময় আগ্নেয়াস্ত্রসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে জেলার হোমনা চৌরাস্তা এলাকায় এ ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।আহতরা হলেন- হোমনা থানার ওসি আবুল ফয়সাল, এসআই নাজমুল, এসআই নুরুদ্দিন জাহাঙ্গীর ও কনস্টেবল স্বপন মিয়া।পুলিশ জানায়, বুধবার রাত সাড়ে ১০টার দিকে একদল ডাকাত জেলার দাউদকান্দির গৌরীপুর থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে ডাকাতি করতে যাচ্ছিল। পথিমধ্যে হোমনার চৌরাস্তা এলাকায় অটোরিকশাটিকে থামানোর জন্য সংকেত দেয় পুলিশ। এ সময় ডাকাতরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ধরে ফেলে। ডাকাতদের সঙ্গে ধস্তাধস্তিতে ওসিসহ ৪ পুলিশ সদস্য আহত হয়েছেন। হোমনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফয়সাল জানান, আটক ডাকাতরা হলেন- আকাশ, শফিক, সুমন, রবিউল ইসলাম, হবিউল্লাহ ও কবির। আটক ৬ ডাকাতের কাছ থেকে ১টি পাইপগান, ২ রাউন্ড গুলি, ২টি রামদা, ৪টি মুখোশ এবং ১টি লোহার গেট কাটার উদ্ধার করা হয়েছে। কামাল উদ্দিন/এসএস/পিআর