টুর্নামেন্ট শুরুর আগেই বাংলাদেশ দলের অধিনায়ক মেহেদী হাসান মিরাজ বলেছিলেন দলের সেরা বোলার সাইফুদ্দিন। প্রয়োজনের সময় ব্রেক থ্রু এনে দিতে জুড়ি নেই তার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বড় ম্যাচে তার প্রমাণও রাখলেন। বিপজ্জনক ব্যাটসম্যান অধিনায়ক শিমরন হেতমায়েরকে ফিরিয়ে বাংলাদেশকে খেলায় ফিরিয়ে আনলেন তিনি।১৪৭ রানে মাত্র তিন উইকেট। জয়ের জন্য ৮০ দূরে থাকা ওয়েস্ট ইন্ডিজ বাংলাদেশের বিপক্ষে আক্রমণাত্মক ব্যাটিং করে যাচ্ছিল। আর এর নেতৃত্ব দিচ্ছিলেন দলের অধিনায়ক হেতমায়ের স্বয়ং। কিন্তু সাইফুদ্দিনের আঘাতে সাজঘরে ফিরতে বাধ্য হন অধিনায়ক। মিড উইকেটে ঘুরিয়ে মারতে গিয়ে বল শুন্যে তুলে দেন হেতমায়ের। আর দারুণ এক ক্যাচে তা সহজেই তালুবন্দি করেন সাইফ হাসান।তবে আউট হবার আগে দলের জন্য প্রয়োজনীয় ৬০ রান সংরহ করেন হেতমায়ের। ৫৯ বলে ৭টি চার ও ১টি ছক্কার সাহায্যে এই রান করেন তিনি। এখন পর্যন্ত এই আসরে বাংলাদেশের সেরা বোলার সাইফুদ্দিন। ৫ ম্যাচে ১০ উইকেট নিয়েছেন এই পেসার।আরটি/এমআর/এমএস