দেশজুড়ে

রাজবাড়ীতে এক ঘণ্টায় ভোট পড়েনি একটিও

এক ঘণ্টায়ও ভোট পড়েনি রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে। সোমবার (১৭ অক্টোবর) সকাল ১০টা পর্যন্ত কালুখালী উপজেলা কেন্দ্রে কোনো ভোট পড়েনি। ফলে কেন্দ্রের প্রিজাইডিং, পোলিং ও এজেন্টরা অলস সময় পার করছেন।

ভোট কেন্দ্রের দায়িত্বরত প্রিজাইডিং কর্মকর্তা এসএম নাছিম আখতার বলেন, সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হলেও এক ঘণ্টায় একটি ভোটও পড়েনি। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটাররা উপস্থিত হবেন। এ কেন্দ্রে পুরুষ ভোটার ৭১ জন ও নারী ভোটার ২৩ জন।

এদিকে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা ভোট কেন্দ্রের পরিবেশ নিয়ে সন্তুষ্ট প্রকাশ করলেও বিদ্রোহী প্রার্থীর দীপক কুণ্ড পাংশা ভোট কেন্দ্রে তার এজেন্ট ও ভোটারদের হুমকি-ধমকির অভিযোগ করেছেন।

এদিকে ভোট কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। কেন্দ্রের লাগানো হয়েছে সিসি ক্যামেরা।

এবার রাজবাড়ী জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত একেএম শফিকুল মোরশেদ আরুজ (তালগাছ), বিদ্রোহী প্রার্থী দীপক কুণ্ডু (মোটরসাইকেল) ও স্বতন্ত্রপ্রার্থী ইমামুজ্জামান চৌধুরী (আনারস) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। জেলার পাঁচ উপজেলায় ১৮ জন সদস্য ও সাতজন সংরক্ষিত মহিলা সদস্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচনে ৫৯৮ জন জনপ্রতিনিধি তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম