যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালী সীমান্ত এলাকা থেকে একটি বিদেশি নাইন এম এম পিস্তল, চার রাউন্ড গুলি এবং একটি ম্যাগাজিনসহ জহিরুল বিশ্বাস (৩০) নামে একজন অস্ত্র কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
রোববার (১৬ অক্টোবর) দিনগত রাতে অস্ত্রসহ তাকে আটক করা হয়। আটক জহিরুল ওই গ্রামের মৃত হাসান আলী বিশ্বাসের ছেলে।
বিজিবি জানায়, গোপন খবরের ভিত্তিতে বেনাপোল পোর্ট থানার সীমান্তবর্তী পুটখালী গ্রামের কামারবাড়ী মোড়ে অভিযান চালায় বিজিপির সদস্যরা। এসময় সন্দেহভাজন এক ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন তাকে আটক করে দেহ তল্লাশি করলে কোমরে লুকানো অবস্থায় একটি বিদেশি নাইন এম এম পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
খুলনা ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তানভীর রহমান (পিএসসি, ইঞ্জিনিয়ার্স) জাগো নিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আটক আসামিকে একটি নাইম এম এম পিস্তল, চার রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিনসহ অস্ত্র আইনে মামলা দিয়ে সোমবার (১৭ অক্টোবর) সকালে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। আটক ব্যক্তি একজন অবৈধ অস্ত্র কারবারি বলে তিনি জানান।
জেএস/জেআইএম