অর্থনীতি

ভালোবাসা দিবসে প্রিয়জনকে নিয়ে হেলিকপ্টারে ওড়ার সুযোগ

ভালোবাসার মানুষকে নিয়ে ঘুরতে কার না ভালো লাগে। আর সেটি যদি হয় আকাশ পথে, তবে তো কথাই নেই। আকাশ পথে প্রিয় মানুষটিকে সঙ্গে নিয়ে যানজটের এই নগরী দেখা। সেটিও আবার ভালোবাসা দিবসে! কে না পুলকিত হবেন? ভালোবাসা দিবসে সেই সুযোগই এনে দিচ্ছে কাজী অ্যান্ড কাজী টি। ভালোবাসা দিবসকে সামনে রেখে কোম্পানিটি দিচ্ছে একটি বিশেষ অফার- ‘লাভ অ্যাট ফার্স্ট ফ্লাইট।’ প্রিয়জনকে সঙ্গে নিয়ে চা পানের মুহূর্তটির ছবি তুলেই পাওয়া যাবে এই সুযোগ আর চমকে দেওয়া যাবে প্রিয়মানুষটিকে। দুজন মিলে হেলিকপ্টারে ঢাকা শহর ঘুরে দেখার পাশাপাশি থাকছে রাজধানীর অভিজাত হোটেল ‘আমারি হোটেলে’ দুপুরের খাবারের ব্যবস্থাও। জানতে চাইলে কাজী অ্যান্ড কাজী টি-এর সহকারি ব্র্যান্ড ম্যানেজার ইয়াসীর কাদের আবেদীন টেলিফোনে জাগোনিউজকে বলেন, ‘ভালোবাসা দিবসে প্রিয় মানুষকে চমক দিতে চাই সবাই। আর সেটি যদি হয় হেলিকপ্টারে, সেটি আরো আনন্দের। তাই আমাদের এই প্রতিযোগিতা।’ তিনি জানান, প্রিয়জনের সঙ্গে চায়ের কাপসহ ছবি তুলে ফেসবুকে শেয়ার করতে হবে। আর পোস্টটির লিঙ্ক শেয়ার করতে হবে কাজী অ্যান্ড কাজী টিয়ের অফিসিয়াল ফেসবুক পেজে। যে জুটির ছবি বেশি লাইক ও শেয়ার পাবে, তারাই হবেন নির্বাচিত।ইয়াসীর কাদের জানান, ১২ ফেব্রুয়ারি রাতে শেষ হয়ে যাচ্ছে প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ। এরপর ১৩ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে নির্বাচিত জুটির নাম। ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে তারা ঢাকার আকাশে হেলিকপ্টারে ঘুরবেন। এসএ/এনএফ/পিআর