আন্তর্জাতিক

সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ১৭ অক্টোবর ২০২২

আমাদের চারপাশে অসংখ্য ঘটনা ঘটছে প্রতিদিনই। এর মধ্যে হয়তো আলোচনায় আসে হাতেগোনা কিছু। তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশকিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে জাগো নিউজের পাঠকদের জন্য-

কিয়েভে ড্রোন হামলা, নিহত ৩ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ড্রোন হামলায় কমপক্ষে তিনজন নিহত হয়েছে। স্থানীয় এক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। সোমবার (১৭ অক্টোবর) সকালে মধ্যাঞ্চলীয় শেভচেনকিভস্কি জেলায় প্রথম বিস্ফোরণের খবর পাওয়া গেছে। মেয়র ভাইতালি ক্লিৎসচকো জানান, ওই শহরের বেশ কিছু আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। মাত্র এক সপ্তাহ আগেই রাজধানী কিয়েভসহ বেশ কিছু শহরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। এসব হামলায় ১৯ জন প্রাণ হারায়।

পারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে ন্যাটোপারমাণবিক অস্ত্রের মহড়া শুরু করেছে উত্তর আটলান্টিক নিরাপত্তা জোট (ন্যাটো)। পশ্চিম ইউরোপে শরু হওয়া ওই মহড়াকে নিয়মিত মহড়া বলে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই এই মহড়া শুরু হলো। ৩০টি সদস্য দেশের এই সামরিক জোট জোর দিয়ে বলছে যে, এটি রুটিনমাফিক, চলমান প্রশিক্ষণ কার্যকলাপ যা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত চলবে। ন্যাটোর দাবি, রাশিয়া ইউক্রেনে হামলা চালানোর আগেই এই মহড়ার পরিকল্পনা করা হয়।

এশিয়ায় কার্বন নিঃসরণ শূন্যে নামানো কি সম্ভব: দ্য ইকোনমিস্টসাবিনা ইয়াসমিন তার ১৭ মাসের মেয়েকে নিয়ে ঢাকার একটি ফ্ল্যাটে থাকেন। চলতি মাসের শুরুর দিকে বাংলাদেশের রাজধানীতে লোডশেডিং শুরু হলে প্রথমেই তার চিন্তায় আসে মেয়ের সুরক্ষার কথা। বছরের এই সময়টাতে ঢাকায় ডেঙ্গুবাহী মশার উৎপাত বেশি থাকে। বিদ্যুতের অভাবে কোনো ফ্যান বা এয়ার কন্ডিশনার সচল না থাকায় সাবিনা তার সন্তানকে মশারির ভেতরও রাখতে পারেননি। ডিজেলের ঘাটতিতে ব্যাকআপ জেনারেটর চালানো যাচ্ছিল না। এমনকি মোমবাতির দামও চারগুণ বেড়ে গিয়েছিল। এমন পরিস্থিতিতে প্রায় কেঁদেই দিয়েছিলেন তিনি।

১০০ কোটি বছরে যেভাবে বদলে গেলো পৃথিবী, দেখুন ৪০ সেকেন্ডে১০০ কোটি বছর আগে পৃথিবীর চেহারা কেমন ছিল? কীভাবে আমরা বর্তমান বিশ্বের মানচিত্র পেয়েছি? এসব প্রশ্নের উত্তর পেতে হলে চোখ রাখতে হবে টেকটোনিক প্লেটগুলোর গতিবিধির দিকে। আমাদের আঙুলের নখ যে গতিতে বড় হয়, প্রায় সেই গতিতেই নড়াচড়া করে পৃথিবীর টেকটোনিক প্লেটগুলো। কিন্তু যদি এর গতি বাড়িয়ে একটি ভিডিও তৈরি করা হয়, কেমন হবে তা দেখতে? অবশ্যই চমকপ্রদ!

ক্যানসার চিকিৎসায় আসছে ভ্যাকসিনক্যানসার চিকিৎসায় বাজারে আসছে ভ্যাকসিন। চলতি দশকের শেষের দিকে অর্থ্যাৎ ২০৩০ সালের মধ্যে এসব ভ্যাকসিন পাওয়া যেতে পারে। করোনার ভ্যাকসিন তৈরিতে সফলতা দেখানো স্বামী ও স্ত্রী এ তথ্য জানিয়েছে। এই দম্পত্তি বায়োনটেকের সহ-প্রতিষ্ঠাতা। উগুর শাহিন ও ওজলেম তুরেসি বলেছেন, গবেষণায় বড় ধরনের সাফল্য এসেছে। তাই আশা করা যাচ্ছে সামনের বছরগুলোতে ক্যানসারের জন্য ভ্যাকসিন আসছে।

পাকিস্তানে উপ-নির্বাচনে বড় জয় পেলেন ইমরান খানপাকিস্তানে উপ-নির্বাচনে বড় জয় পেল ইমরান খানের নেতৃত্বাধীন দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ন্যাশনাল অ্যাসেম্বলির আট আসনের মধ্যে ছয় আসনেই জয়ী হয়েছে ইমরানের দল। যার মধ্যে সাতটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে পিটিআই। তাছাড়া পাঞ্জাব অ্যাসেম্বলির তিন আসনের উপ-নির্বাচনে দুইটিতেই জয় পেয়েছে পিটিআই। যার ফলে ধাক্কা পেয়েছে দেশটির ক্ষমতাসীন জোট।

এবার প্রধানমন্ত্রিত্ব হারানোর শঙ্কায় লিজ ট্রাসচরম অর্থনৈতিক বিশৃঙ্খলার মধ্যেই যুক্তরাজ্যে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্বগ্রহণ করেছেন লিজ ট্রাস। এরই মধ্যে ট্যাক্স ইস্যুতে অর্থমন্ত্রী কাওয়াসি কোয়ারতেংকে বরাখাস্ত করেছেন তিনি। তবে দলের অভ্যন্তরীণ কোন্দোলে লিজ ট্রাসকেও শিগগির ক্ষমতা ছাড়াতে হতে পারে। কারণ চলতি সপ্তাহেই কনজার্ভেটিভ দলের বিদ্রোহী সদস্যরা তাকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা শুরু করবে।

মূল্যস্ফীতির প্রতিবাদে প্যারিসে বিক্ষোভমূল্যস্ফীতির প্রতিবাদে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভ করেছেন হাজার হাজার মানুষ। গত কয়েক সপ্তাহ ধরে দেশটির জ্বালানি তেলের শোধনাগারে ধর্মঘট চলছে। এতে পুরো ফ্রান্সেই তেলের ঘাটতি দেখা দিয়েছে। ইউক্রেন যুদ্ধের পর উচ্চ মূল্যস্ফীতির কারণে সেখানে মানুষের জীবনযাত্রার ব্যয় অসহনীয়ভাবে বেড়ে গেছে।

রাশিয়া ঝড় হলে চীন জলবায়ু পরিবর্তন: জার্মান গোয়েন্দা প্রধানচীন তার রাজনৈতিক লক্ষ্য অর্জনের জন্য জার্মানির গুরুত্বপূর্ণ অবকাঠামোয় বিনিয়োগ থেকে বিশেষ সুবিধা নিতে পারে বলে সতর্ক করেছেন জার্মান গোয়েন্দা প্রধানরা। চীনা শিপিং কোম্পানি কসকোকে হামবুর্গ বন্দরে বিনিয়োগ করতে দেওয়া হবে কি না তা নিয়ে বার্লিনে চলমান বিতর্কের মধ্যেই এ সতর্কবার্তা দিয়েছেন তারা।

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বেড়ে ৬ শতাধিকনাইজেরিয়ায় গত এক দশেকের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যায় এখন পর্যন্ত ছয় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। বন্যায় ১৪ লাখের বেশি মানুষ বাস্তুহারা হয়ে পড়েছে। এক বিবৃতিতে দেশটির মানবিক বিপর্যয় বিষয়ক মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে। মানবিক বিপর্যয় বিষয়ক মন্ত্রী সাদিয়া উমার ফারুক এক বিবৃতিতে বলেন, দুর্ভাগ্যজনক যে, ১৬ অক্টোবর পর্যন্ত ৬০৩ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

কেএএ/জিকেএস