দেশজুড়ে

ভৈরবে দুই প্রার্থীর সমান ভোট, লটারির মাধ্যমে বিজয়ী কাজল

কিশোরগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ভৈরব উপজেলার সাধারণ সদস্য পদে দুই প্রার্থী জাকির হোসেন কাজল ও কাউছার আহমেদ ভূইঁয়া সমান ভোট পেয়েছিলেন। পরে বিধি মোতাবেক লটারির মাধ্যমে জাকির হোসেন কাজল ভৈরব উপজেলা থেকে সদস্য নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে সমান ভোট পাওয়া দুই প্রার্থীর প্রতীক দিয়ে লটারি মাধ্যমে একজনকে বিজয়ী ঘোষণা করা হয়। এসময় কিশোরগঞ্জ জেলা প্রশাসক ও নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শামীম আলম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, জেলা নির্বাচন কর্মকর্তা মো. মোহাম্মদ আশ্রাফুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক শামীম আলম বলেন, ভৈরব উপজেলায় সদস্য পদে দুই প্রার্থী সমান ভোট পাওয়ায় আজ সকালে তাদের উপস্থিতিতে লটারি করে বিজয়ী নির্ধারণ করা হয়েছে।

কিশোরগঞ্জ জেলা পরিষদে সোমবারের নির্বাচনে সদস্য পদপ্রার্থী জাকির হোসেন কাজল ও মো. কায়সার আহাম্মদ ভূঁইয়া ৫১ ভোট পান। এছাড়া বাকি সদস্য প্রার্থী মির্জা সুলাইমান পেয়েছেন চার ভোট এবং নাজির মিয়া পান এক ভোট।

রাজীবুল হাসান/এমআরআর/এএসএম