দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যার তিনদিন পার না হতেই আবারও খুনের ঘটনা ঘটেছে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে।
মঙ্গলবার (১৮ অক্টোবর) রাত ৮টার দিকে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-৮ (এপিবিএন) এর সহকারী পুলিশ সুপার ফারুক আহমেদ এতথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৯ নম্বর ক্যাম্পে দুষ্কৃতকারীরা একজন সাধারণ রোহিঙ্গাকে খুন করেছে। তাৎক্ষণিকভাবে তার পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
এরআগে শনিবার (১৫ অক্টোবর) রাতে ১৩ নম্বর ক্যাম্পে দুজন রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা করে রোহিঙ্গা সন্ত্রাসীরা। এর রেশ না কাটতে দুদিনের মাথায় আবারও হত্যাকাণ্ডের ঘটনা ঘটলো।
সায়ীদ আলমগীর/এসআর/এএসএম