কুমিল্লার মুরাদনগরে একটি এসএসসি পরীক্ষা কেন্দ্রে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার ঘটনা ঘটেছে। পরীক্ষা শেষে বিষয়টি শিক্ষার্থীরা টের পেয়ে হট্টগোল সৃষ্টি করলে কেন্দ্রে ছুটে যান স্থানীয় প্রশাসনের কর্মকর্তরা।বৃহস্পতিবার মুরাদনগর উপজেলার চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। বিষয়টি তদন্তে মুরাদনগর উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনসুর উদ্দিন। জানা যায়, বৃহস্পতিবার চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে হিন্দু ধর্ম পরীক্ষা শুরু হলে ওই কেন্দ্রের ৯ নিয়মিত পরীক্ষার্থীকে ভুলবশত অনিয়মিত পরীক্ষার্থীদের এমসিকিউ প্রশ্ন সরবরাহ করা হয়। পরীক্ষা শেষে বিষয়টি জানাজানি হলে পরীক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে উঠে। খবর পেয়ে স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা পরীক্ষা কেন্দ্রে ছুটে যান। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনসুর উদ্দিন জানান, কেন্দ্রের দায়িত্বপ্রাপ্তদের ভুলের কারণে নিয়মিত ৯ পরীক্ষার্থীকে অনিয়মিত প্রশ্ন দেয়া হয়েছে এবং ঘটনাটি তদন্তে সহকারী কমিশনারকে (ভূমি) প্রধান করে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। বোর্ড কর্তৃপক্ষকেও তা অবহিত করা হয়েছে। উল্লেখ্য, এর আগের দিন (বুধবার) বোর্ডের একটি পরিদর্শক টিম ওই কেন্দ্র পরিদর্শনে গিয়ে বিপুল পরিমাণ নকল উদ্ধার করেন এবং কেন্দ্র সচিব ও প্রধান শিক্ষক মো. শাহজাহানকে বরখাস্ত করেন। এদিকে ৯ পরীক্ষার্থীকে ভুল প্রশ্ন পত্র সরবরাহ করার ঘটনায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের মাঝে ক্ষোভ ও হতাশা বিরাজ করছে।সন্ধ্যায় সেল ফোনে কুমিল্লা শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রফেসর আবদুস সালাম জানান, তদন্তে যাদের বিরুদ্ধে দায়িত্ব পালনের গাফিলতির প্রমাণ পাওয়া যাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, তবে পরীক্ষার্থীদের যাতে কোনো ক্ষতি না হয় সে বিষয়ে বোর্ড কর্তৃপক্ষ পদক্ষেপ নেবে।কামাল উদ্দিন/এমএএস/এমএস