কৃষক ও প্রান্তিক পর্যায়ের মানুষদের স্বল্পমূল্যে মাত্র ২৫ থেকে ৩০ টাকার সহজ কিস্তিতে স্মার্টফোন দেয়া হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম।বৃহস্পতিবার সচিবালয়ে টেলিকম খাতের প্রতিবেদকদের সংগঠন টেলিকম রিপোর্টার্স নেটওয়ার্ক বাংলাদেশর (টিআরএনবি) ওয়েবসাইট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা জানান।তারানা হালিম বলেন, খুবই কম দাম ও কিস্তিতে হ্যান্ডসেট সরবরাহের জন্যে ইতোমধ্যে মোবাইল প্রস্তুতকারী কয়েকটি প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে। ওয়ালটনের সঙ্গে কথা হয়েছে। তারা জানিয়েছে, মাসিক ২৫ থেকে ৩০ টাকার মধ্যে কিস্তিতে স্মার্টফোন দেয়া সম্ভব। বায়োমেট্রিক পদ্ধতিতে সিম কার্ড পুনর্নিবন্ধনে নতুন করে করারোপ করা হবে না জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, এ বিষয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে বৈঠক হয়েছে। অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন রি-রেজিস্ট্রেশনের ক্ষেত্রে নতুন করে কর আরোপ করা হবে না। এ সময় উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব ফয়জুর রহমান চৌধুরী, টিআরএনবির সভাপতি রাশেদ মেহেদী ও সাধারণ সম্পাদক শামীম আহমেদ প্রমুখ।আরএম/জেএইচ/এমএস