দেশজুড়ে

হেঁটে-সাইকেলে বিএনপির সমাবেশে যাবেন নড়াইলের ৫ হাজার নেতাকর্মী

সাইকেল কিংবা হেঁটে খুলনায় বিএনপির গণসমাবেশে যোগ দিচ্ছেন নড়াইলের ৫ হাজার নেতাকর্মী। তবে এখন থেকেই প্রতিবন্ধকতা শুরু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার (১৯ অক্টোবর) নড়াইল জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এ সমাবেশকে কেন্দ্র করে আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ ঘোষণা করায় আমরা হেঁটে পারি, বাইসাইকেলে পারি সভাস্থলে গিয়ে হাজির হবো। যাদের আত্মীয়-স্বজন আছেন তারা আগের দিনই পৌঁছে যাবেন। সমাবেশকে কেন্দ্র করে এখন পর্যন্ত পুলিশি বাধা, কাউকে গ্রেফতার বা শাসক দলের কোনো বাধা পাইনি।

নড়াইল জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর আলম বলেন, মিটিং যাতে সফল হতে না পারে এ জন্য সব ধরনের প্রতিবন্ধকতা শুরু হয়েছে। তবে নেতাকর্মীরা যে যার মতো করে সমাবেশস্থলে পৌঁছাবেন। আমাদের টার্গেট নড়াইল থেকে ৫ হাজার নেতাকর্মী বিভাগীয় সম্মেলনে যাবেন।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল বলেন, ‘বেগম খালেদা জিয়াকে মুক্ত করার জন্য ও অবরুদ্ধ গণতন্ত্রকে ফিরিয়ে আনতে বিএনপির খুলনা বিভাগীয় গণসমাবেশকে সফল করতে নড়াইল জেলা যুবদল বদ্ধপরিকর। জেলা যুবদলের সব ইউনিট বিভাগীয় গণসমাবেশে যাওয়ার জন্য ব্যাপক প্রস্তুতি নিয়েছে। আমরা যেকোনো উপায়ে সমাবেশে পৌঁছাবো।’

হাফিজুল নিলু/এসজে/এএসএম