দেশজুড়ে

আ’লীগের জেলা সম্মেলনে যে সমাগম ঘটে বিএনপির ২ বিভাগেও তা হয়নি

নির্বাচন কমিশন যখন আগামী সংসদ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করেছে, বিএনপি ঠিক সেময় নানা ধরনের চক্রান্ত আর ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম।

তিনি বলেন, মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলে তারা রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে যায়। তাদের সব ষড়যন্ত্র ও চক্রান্তকে মোকাবিলা এবং প্রতিহত করার জন্য আওয়ামীলীগ প্রস্তুত।

বুধবার (১৯ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জের ঘিওর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, বিএনপি বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করছে। সারাবিশ্বে কোভিডের পর ইউক্রেন যুদ্ধের কারণে অর্থনৈতিক মন্দা চলছে। সেই মন্দার বাইরে নয় বাংলাদেশও। এরপরও শেখ হাসিনা সবকিছু সঠিকভাবে মোকাবিলা করে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তার দূরদর্শীতার ফলে কোভিডের পরও বিশ্বের অনেক দেশের চাইতে ভালো আছে।’

তিনি আরও বলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন জনতার ঢল দেখে আওয়ামী লীগ নাকি আতঙ্কে আছে। কিন্তু তারা জানে না আওয়ামী লীগের একটা জেলা সম্মেলনে যে পরিমাণ লোক হয় তা তাদের ময়মনসিংহ এবং চট্টগ্রামের সমাবেশেও হয় নাই।

বি.এম খোরশেদ/এসজে/জিকেএস