রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানার পরিচয় দিয়ে কল্যাণ ট্রাস্টের অনুদানের প্রলোভন দেখিয়ে বীর মুক্তিযোদ্ধাদের কাছ থেকে টাকা দাবি করছে একটি প্রতারক চক্র।
বুধবার (১৯ অক্টোবর) সন্ধ্যায় বালিয়াকান্দি ইউএনওর ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানা যায়।
খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ীর বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদেরের কাছ থেকে ফোন আসে। তখন ওই নম্বর থেকে কথা বলা ব্যক্তি নিজেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে বলছেন বলে জানান। বলেন, ‘আপনাদের কল্যাণ ট্রাস্টের টাকা বেশি করে পেতে হলে কিছু খরচ পাঠাতে হবে।’ সন্দেহ হলে বিষয়টি ইউএনওকে জানান বীর মুক্তিযোদ্ধারা।
এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আম্বিয়া সুলতানা বলেন, বালিয়াকান্দি উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের কাছে তার অফিসের পরিচয় দিয়ে কারও কাছে কোনো টাকা দাবি করা হয়নি। বিষয়টি জানার পরই ফেসবুকে পোস্ট দিয়েছেন। দয়া করে কেউ প্রতারণার শিকার হবেন না। কাউকে কোনো অর্থ দেবেন না।
রুবেলুর রহমান/এসজে/জিকেএস