দেশজুড়ে

‘হয় শহীদ হবো নয়তো গাজি তবুও রংপুরের সমাবেশে যোগ দেবো’

বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, সত্তরের নির্বাচনের আগেও আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলেছিল। ১৯৭২ এর নির্বাচনেও গণতন্ত্রের কথা বলেছিল। ’৭৫-এ গিয়ে বাকশাল কায়েম করেছে। ১৯৭৩ সালে জাতীয় নির্বাচনে খন্দকার মোশতাককে জেতাতে ব্যালট পেপার হেলিকপ্টারে ঢাকায় এনে রেজাল্ট দিয়েছিল আওয়ামী লীগ। এদেশের ভোট চুরির ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত যে দল সেটি বাংলাদেশ আওয়ামী লীগ।

বৃহস্পতিবার (২০ অক্টোবর) দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমিতে বিএনপির রংপুর বিভাগীয় গণসমাবেশ ঘিরে আয়োজিত প্রস্তুতি সভায় এসব কথা বলেন তিনি।

জাহিদ হোসেন বলেন, দিনের ভোট রাতে করে আওয়ামী লীগ আজ ক্ষমতায়। এই সরকার জনগণের কল্যাণে কাজ করে না। এ সরকার মেগা প্রকল্প নিয়েছে, আর মেগা লুটপাট করেছে। এসব নিয়ে কথা বলায় ইলিয়াস আলীসহ পাঁচ শতাধিক নেতাকর্মীকে গুম করেছে এই সরকার ।

আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে তিনি আরও বলেন, তারা বলেছিলেন ১০ টাকা কেজি দরে চাল খাওয়াবেন, সে চাল জনগণ কিনছে ৭০-৯০ টাকায়। এসব নিয়ে কথা বলতে যখন আমরা সম্মেলন করি তখন নানাভাবে আমাদের বাধা দেয় সরকার।

তিনি বলেন, ‘আমাদের শপথ নিতে হবে ২৯ অক্টোবর সব বাধা-বিপত্তি উপেক্ষা করে আপনারা, আমরা সবাই রংপুরের গণসমাবেশকে মহাসমাবেশে রূপান্তরিত করবো। ‘এতে হয় আমরা শহীদ হবো, না হয় গাজি হবো। তবুও রংপুরের সমাবেশে যোগ দেবো।’

জেলা বিএনপির সভাপতি আলমগীর সরকারের সভাপতিত্বে প্রস্তুতি সভায় দলটির যুগ্ম-মহাসচিব ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হারুনুর রশীদ বক্তব্য দেন।

এ সময় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম ও আব্দুল খালেক উপস্থিত ছিলেন।

এসআর/জেআইএম